অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) সংবাদদাতা: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বাঙ্গালপাড়ায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বাঙ্গালপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বাঙ্গালপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুল। বিশেষ অতিথি ছিলেন অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সৈয়দ ফাইয়াজ হাসান বাবু, উপজেলা বিএনপির সহ-সভাপতি ডা. মোমেনুজ্জামান ও যুগ্ম সাধারণ সম্পাদক নিজামুল হক নজরুল।
এছাড়াও কৃষক দলের সভাপতি মো. ইউনুস আলী, সাধারণ সম্পাদক ফেরদৌস ফরাজি, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. জুয়েল মিয়া, সদস্য সচিব জুবায়ের হাসন ইয়ামিন, যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সোহরাব হোসেন সোয়াব, মৎস্যজীবী দলের আহবায়ক মো. মাহফুজ আলম খান দানা, সদস্য সচিব তান্না সরকার, জাসাস আহ্বায়ক সাইফুল, জিসাস আহ্বায়ক মো. রফিক মিয়া, সদস্য সচিব মো. শহিদুল ইসলাম, কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব মো. জাকির হোসেন প্রমুখ।
ইফতারের পূর্বে কুরআন তেলাওয়াত এবং মোনাজাতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করা হয়।
মাহফিলে বিভিন্ন ইউনিয়নের দুই সহস্রাধিক নেতাকর্মী সমর্থক অংশগ্রহণ করেন।