মিঠামইন (কিশোরগঞ্জ) সংবাদদাতা: জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঈদ উপহার দেওয়া হয়েছে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কাঞ্চনপুর গ্রামের শহিদ ইমন চৌধুরীর পরিবারকে।
রবিবার দুপুরে শহিদ ইমন চৌধুরীর চাচা শরীফ চৌধুরীর কাছে উপহার পৌঁছে দেন অষ্টগ্রাম উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু ও অষ্টগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুল।
এ সময় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নিজামুল হক নজরুল, মিঠামইন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঘাগড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নাজমুল হাসান ভূইয়া, অষ্টগ্রাম উপজেলা বিএনপির তথ্য ও প্রযু্ক্তি বিষয়ক সম্পাদক রাজিব হাসান খান, বাজিতপুর উপজেলা যুবদল নেতা ফ্রিডম সোহেল, অষ্টগ্রাম উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জুয়েল মিয়া, অষ্টগ্রাম অটো মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. হাবিব মিয়াসহ ঘাগড়া ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২৪ এর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ হন মিঠামইন উপজেলার কেওয়ারজোর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের ইমন চৌধুরী।