নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের নিকলীতে বন্ধুচক্র–২০০৩ এসএসসি ব্যাচের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার নিকলী জিসি পাইলট উচ্চ বিদ্যালয় ও দামপাড়া কারার মাহতাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ২০০৩ ব্যাচের শিক্ষার্থীরা নিকলী নতুন বাজার চড়ুইভাতি রেঁস্তোরায় অনুষ্ঠানটির আয়োজন করেন।
মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিকলী জিসি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কারার আব্দুর রশিদ, কিশোরগঞ্জ আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকারম হোসেন শোকরানা, দামপাড়া কারার মাহতাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, সাংবাদিক খাইরুল মোমেন স্বপন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এসএসসি ২০০৩ ব্যাচের শিক্ষার্থীরা।
বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মো: হানিফ মিয়া পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন।
অনুষ্ঠানে আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকারম হোসেন শোকরানা বলেন, এসএসসি-২০০৩ ব্যাচের এই উদ্যোগে সামাজিক সম্পর্ক মজবুতকরণের পাশাপাশি একটি ভালো দৃষ্টান্ত সৃষ্টি হয়েছে, যা ভবিষ্যতে অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। অনুষ্ঠানে সাবেক শিক্ষার্থীরা ইফতার অনুষ্ঠানে অংশগ্রহণ করে তাদের বন্ধুত্ব এবং সামজিক মূল্যবোধের প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মো. কফিল উদ্দিন ও রাখী গোপাল দেবনাথ।
উল্লেখ্য, প্রায় ১০ বছর ধরে সাবেক শিক্ষার্থীরা এই ইফতার প্রোগ্রামের মাধ্যমে একত্রিত হয়ে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছেন।