ঢাকাTuesday , 1 April 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কুলিয়ারচরে ট্রেনের নিচে কাটা পড়ে প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

প্রতিবেদক
-
April 1, 2025 4:35 pm
Link Copied!

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের কুলিয়ারচরে ট্রেনের নিচে কাটা পড়ে বাবুল চন্দ্র দাস (৬৫) নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন  

মঙ্গলবার দুপুর ১২ টা ৫২ মিনিটে কুলিয়ারচর রেলওয়ে স্টেশনে চট্টগ্রামগামী মেইল ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হন তিনি। 

নিহত বাবুল চন্দ্র দাস কুলিয়ারচর পৌরসভার দাসপাড়া মহল্লার মৃত প্রফুল্ল চন্দ্র দাসের ছেলে  

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ থেকে ছেড়ে  আসা চট্টগ্রামগামী মেইল ট্রেনটি কুলিয়ারচর স্টেশনে প্রবেশের মুহুর্তে ট্রেনের নিচে কাটা পড়েন সবজি ব্যবসায়ী বাবুল চন্দ্র দাস। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানায়, নিহত বাবুল চন্দ্র দাস কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভোগছিলেন। 

কুলিয়ারচর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মিজানুর রহমান ট্রেনে কাটা পড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

ভৈরব রেলওয়ে থানার ওসি সাঈদ আহমেদ জানান, ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

আপনার মন্তব্য করুন