ঢাকাTuesday , 1 April 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

নিকলী জিসি পাইলট উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী

প্রতিবেদক
-
April 1, 2025 6:32 pm
Link Copied!

নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের নিকলী জিসি পাইলট উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিদ্যালয় মাঠে আয়োজিত পূনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এম নূরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সাবেক শিক্ষক মো. ফরিদ মিয়া সাবেক শিক্ষক গোপাল কৃষ্ণ চৌধুরী।

অনুষ্ঠানের শুরতে সকাল ১০ টায় শোভাযাত্রা বের করা হয়। এতে বিদ্যালয়ের  শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের ১ম পর্বে আলোচনা সভা ২য় পর্বে  সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে কিশোরগঞ্জের স্কাই লার্ক ব্যান্ডদল গান পরিবেশন করে। 

প্রধান অতিথি এম নূরুল্লাহ বলেন, দেশ দেশের জনগণের প্রতি আমাদের ঋণ রয়েছে। আমাদের যার যার জায়গা থেকে ঋণ পরিশোধ করতে হবে। তাহলে দেশ সুন্দরভাবে পরিচালিত হবে।  তিনি আরো বলেন, পরিবারের সন্তানকে সুশিক্ষায় মানুষ করতে হবে। অর্থবিত্ত চিরস্থায়ী নয়। সুশিক্ষিত সন্তান আগামীর ভবিষ্যৎ তারা দেশ জাতিকে ভালো সেবা দিতে পারবে তাই টাকার দিকে না ছুটে সন্তানকে সঠিক শিক্ষা দিন। 

অ্যাসোসিয়েশনের প্রস্তুতি কমিটির আহ্বায়ক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সঞ্জিত কুমার সাহার সভাপতিত্বে কক্সবাজার জেলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ নীরবের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের প্রস্তুতি কমিটির সদস্য সচিব আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকারম হোসেন শোকরানা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রবীণ শিক্ষার্থী কারার গিয়াস উদ্দিন আহমেদ, নিকলী জিসি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কারার আব্দুর রশিদ, কিশোরগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নিকলী উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট বদরুল মোমেন মিঠু, নিকলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক  আতিকুল ইসলাম তালুকদার হেলিম, কিশোরগঞ্জ জজ কোর্টের স্পেশাল পিপি এডভোকেট সাজ্জাদুল ইসলামমুসলিম হ্যান্ডওয়াশের কান্ট্রি ডিরেক্টর মোশারফ তানসেন, ময়মনসিংহ মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ত্রিদিব বর্মণসেনাবাহিনীর মেজর আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র সহকারী সচিব জুনায়েদ কবির সোহাগ, ডেপুটি এটর্নি জেনারেল জামিউল হক ফয়সাল, খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আশিষ বর্মণ জনিসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি, গণমাধ্যমকর্মী সাবেক শিক্ষার্থীরা। 

দামপাড়া কারার মাহতাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবেক শিক্ষার্থী দেলোয়ার হোসেন অ্যাসোসিয়েশনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বর্তমান প্রস্তুতি কমিটির মেয়াদে গৃহীত কার্যক্রম তুলে ধরেন

অনুষ্ঠান শেষে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের তিন বছর মেয়াদী পাঁচ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি মনোনীত হন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সঞ্জিত কুমার সাহা ও সাধারণ সম্পাদক মনোনীত হন আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  মোকারম হোসেন শোকরানা। কমিটির অন্যরা হলেন নির্বাহী সাধারণ সম্পাদক দামপাড়া কারার মাহতাব উ্দ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক কক্সবাজার জেলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ নীরব সহ সাংগঠনিক সম্পাদক ডেপুটি এটর্নি জেনারেল জামিউল হক ফয়সাল।

আগামী ১২ এপ্রিলের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করবে অ্যালামনাই অ্যাসোসিয়েশন

উল্লেখ্য, বিদ্যালয়ের ৮৭ বছরের মধ্যে এই প্রথমবার পুনর্মিলনীর আয়োজন করা হয়।

আপনার মন্তব্য করুন