ঢাকাThursday , 3 April 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কটিয়াদীতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা, বৃক্ষরোপণ ও খাদ্য বিতরণ কর্মসূচি

প্রতিবেদক
-
April 3, 2025 8:47 pm
Link Copied!

কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের কটিয়াদীতে সামাজিক সংগঠন স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান, বৃক্ষরোপণ সুবিধাবঞ্চিতদের মাঝে খাদ্য বিতরণ করা হবে

স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন রক্তদান সমিতির ব্যবস্থাপনায় এ সকল কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

বৃহস্পতিবার উদ্বোধনী দিনে উপজেলার মসূয়া ইউনিয়নের চরআলগী ইছামুদ্দিন উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ডায়াবেটিস পরীক্ষা, স্বাস্থ্য দন্ত সেবা প্রদান করা হয়। এতে পাঁচ শতাধিক নারী, পুরুষ শিশু সেবা গ্রহণ করেন

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল আলম নাঈম, চরআলগী ইছামুদ্দিন উচ্চ বিদ্যালয়ের সভাপতি সহকারি অধ্যাপক মিজানুর রহমান প্রদীপ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান সহকারি শিক্ষক আব্দুল কাদির সবুজ

চিকিৎসা সেবা প্রদান করেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আবু সোয়েব জয়, ডা. সাবিহা ফেরদৌস ও জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আবু বকর সিদ্দিক রোবেল

স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের সংগঠক কাওসার আহমেদ ইমরান হোসেন জনি বলেন, আমরা দীর্ঘদিন যাবত সংগঠনের মাধ্যমে নানামুখি সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করছি। এতে তরুণদের সম্পৃক্ততার মাধ্যমে ইতিবাচক চর্চা অব্যাহত রয়েছে

সেবা নিতে আসা বৃদ্ধা আমেনা বেগম বলেন, বয়সের কারণে নানা রোগে ভুগছি। ভালো ডাক্তার দেখানোর প্রয়োজন। টাকার অভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও যেতে পারিনা। এখানে ছেলেরা ব্যবস্থা করায় আমরা বিনা পয়সায় সেবা পেলাম

উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল আলম নাঈম বলেন, স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের সদস্যরা পড়াশোনার পাশাপাশি স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এলাকায় স্বাস্থ্য, শিক্ষা ও পরিবেশসহ নানামুখি কল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। এতে তরুণদের মাদকসহ নানা ধরণের অপতৎপরতা বন্ধ হবে।

আপনার মন্তব্য করুন