ঢাকাFriday , 4 April 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

হোসেনপুরে অষ্টমী স্নানোৎসব শনিবার

প্রতিবেদক
-
April 4, 2025 9:02 pm
Link Copied!

হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুরে হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টমী স্নানোৎসব অনুষ্ঠিত হবে শনিবার (৫ এপ্রিল)। ভোর থেকে দুপুর পর্যন্ত খুরশিদ মহল সেতু সংলগ্ন পুরাতন ব্রহ্মপুত্র নদে এ স্নানোৎসব অনুষ্ঠিত হবে।

ইতোমধ্যে স্নানোৎসবের সকল প্রস্তুতি সম্পন্ন করতে করেছে  হোসেনপুর উপজেলা পৌর পুজা উদযাপন পরিষদ। 

হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা হোসেনপুর থানার অফিসার ইনচার্জ মো. মারুফ হোসেন অষ্টমীস্নানঘাট মন্দির পরিদর্শন করেছেন। 

উপলক্ষে ব্রহ্মপুত্র নদের ঘাট, কাচারী বাজার, রামপুর বাজার, কুলেশ্বরী বাড়ি দেবালয় নরসিংহ জিউড় আখড়া প্রাঙ্গণে দিনব্যাপী মেলা বসবে। এবার লক্ষাধিক নারী পুরুষের সমাগম হবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা

কিশোরগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহসভাপতি সাংবাদিক প্রদীপ কুমার সরকার জানান, হিন্দু ধর্মাবলম্বীদের স্নানোৎসব বরাবরের মতো উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হবে। জেলার বিভিন্ন প্রান্ত এবং কিশোরগঞ্জের সীমান্তবর্তী জেলাগুলো থেকে লক্ষাধিক পূণ্যার্থী স্নানোৎসবে অংশ নিবেন বলে প্রত্যাশা করছেন তিনি।

অষ্টমী স্নানোৎসব ও মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে উপজেলা প্রশাসন ও আইন-শৃংখলা বাহিনী তৎপর রয়েছে।

আপনার মন্তব্য করুন