নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেলকে কিশোরগঞ্জের নিকলীতে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। নিকলীর কৃতী সন্তান হিমেল জবি ছাত্রদলের আহ্বায়ক নির্বাচিত হওয়ায় তাকে গণসংবর্ধনা দেওয়া হয়।
শনিবার বিকালে নিকলী ঈদগাহ মাঠে উপজেলা ছাত্রদল গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হৃদয় হাসানের সভাপতিত্বে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি শেখ মজিবুর রহমান ইকবাল।
বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তারিকুজ্জামান পার্ণেল, বাজিতপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক
মনজুরুল ইসলাম মনির, সহকারী এটর্নি জেনারেল জামিউল হক ফয়সাল, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ আল মোস্তফা, সিনিয়র সহ সভাপতি রেদুয়ান রহমান
ওয়াকিউর, সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভীন, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম নিশাত, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল মান্নান, কৃষক দলের সভাপতি নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ রাসেল, শ্রমিক দলের সাধারণ সম্পাদক হামিদুর রহমান সবুজ, বিএনপি নেতা কামরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি খাইরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সোহেল, প্রিন্স মাহমুদ তুহিন, উপজেলা জিসাসের আহ্বায়ক মিয়া হোসেন, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আষাঢ় মাহমুদ ও সিয়াম হাসান অক্ষয়, শহীদ জিয়া পরিষদের আহ্বায়ক দুর্জয় হাসান, মুক্তিযোদ্ধা আদর্শ সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক সাকিবুল ইসলাম সাকিব, উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রনি আহমেদ।