হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: “জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোকিত” এ প্রতিপাদ্য স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে।
শোভাযাত্রায় হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা–কর্মচারীরা অংশ নেন।
শোভাযাত্রা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তানভীর হাসান জিকো। সভায় বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডা. দেবাঞ্জন পণ্ডিত, সহকারী সার্জন ডা. ইয়াসিন হাসিব খান, সাংবাদিক মো. জাকির হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য করুন