ঢাকাTuesday , 8 April 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

ভৈরবে ২১১ কেজি গাঁজাসহ দুজন গ্রেফতার

প্রতিবেদক
-
April 8, 2025 2:03 pm
Link Copied!

ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের ভৈরব থেকে ২১১ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার বেলা পৌনে ১১ টার দিকে ভৈরব পৌরসভার নিউটাউন সিড়ির মোড় এলাকায় অভিযানটি চালায় র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের একটি দল।

গ্রেফতার দুজন হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার মিরাশানি মধ্যপাড়া গ্রামের মৃত আব্দুল মন্নাফ ভূইয়ার ছেলে বশির মিয়া (৩৩) ও সরাইল উপজেলার উচালিয়াপাড়া মধ্যপাড়া গ্রামের সফি মিয়ার ছেলে শাহিন (৩০)

র‌্যাব সূত্র জানায়, র‌্যাবের দলটি ভৈরব পৌরসভার নিউটাউন সিড়ির মোড় এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে একটি মাইক্রোবাস তল্লাশি চালিয়ে ২১১ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে দুটি এনড্রয়েড মোবাইল ফোন ও মাদক পরিবহনকাজে ব্যবহৃত নোহা মাইক্রোবাসটি জব্দ করা হয়।

র‌্যাবের সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী জানান, উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ৪২ লক্ষ ২০ হাজার টাকা।

এ ব্যাপারে ভৈরব থানায় মামলা দিয়ে আলামতসহ আসামিদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

আপনার মন্তব্য করুন