ঢাকাTuesday , 8 April 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

নিকলীতে সুপেয় পানির জন্য বিক্ষোভ, স্মারকলিপি প্রদান

প্রতিবেদক
-
April 8, 2025 10:40 pm
Link Copied!

নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের নিকলীতে বিশুদ্ধ সুপেয় পানির জন্য বিক্ষোভ মিছিল স্বারকলিপি প্রদান  করেছে এলাকাবাসী। মঙ্গলবার সকালে উপজেলা সদরে এ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ মিছিলটি নিকলীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে  সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, পানির স্তর অনেক নিচে নামার ফলে নিকলীতে অগভীর নলকূপগুলোতে পানি উঠছেনা। কয়েক বছর ধরেই চলছে এমন অবস্থা। অথচ এ বিষয়ে কোনো ব্যবস্থা নিচ্ছেনা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর উপজেলা প্রশাসন। পানির  কষ্টে জনগণ বিক্ষোভ মিছিল করেছে।

বিষয়ে নিকলী উপজেলা রাষ্ট্র সংস্কার আন্দোলনের আহ্বায়ক খাইরুল মোমেন স্বপন বলেন, জাতীয় বিভিন্ন গণমাধ্যম নিকলীর পানি সমস্যা নিয়ে প্রতিবেদন করলেও প্রশাসন নিরব। বিশুদ্ধ পানির মত জনগুরুত্বপূর্ণ বিষয়টিকে প্রশাসন কীভাবে ওভারলোক করতে পারে সেটা বোধগম্য নয়। প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, রোজার মধ্যে জনগণ এত কষ্ট করলো, আর আপনারা বিল্ডিং থেকে বসে বসে দেখলেন। জনগণের জন্য কিছুই করলেননা। আপনারা ভুলে গেছেন জনগণের করের টাকায় আপনারা আজ এই জায়গায়।সমস্যা সমাধানতো দূরে থাক, খোঁজ নেওয়ারও চেষ্টা করলেননা, সেটা খুবই দুঃখজনক।

সমস্যাগ্রস্থ খায়রুল ইসলাম বলেন, নিকলীর কিছু জায়গায় জনস্বাস্থ্যের পানির স্বাপ্লাই লাইন আছে। সেটা নিকলীর সকল গুরুত্বপূর্ণ জায়গায় প্রসারিত করতে হবে। উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট বদরুল মোমেন মিঠু বলেন, বিগত কয়েক বছর যাবত সমস্যাটা প্রকট হয়েছে। সরকারের উচিত সুপেয় নিরাপদ টিউবওয়েলের পাশাপাশি স্বাপ্লাই পানির ব্যবস্থা করা। নিকলীকে পানি সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা দিয়ে জরুরি ভিত্তিতে সবার জন্য সুপেয় পানি নিশ্চিত করার দাবি জানান তিনি

উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তার বলেন, আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সাহেব ছুটিতে আছেন। বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেওয়া হয়। বিক্ষোভ কর্মসূচিতে সহস্রাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

আপনার মন্তব্য করুন