নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে ব্যাটারিচালিত অটোরিক্সার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক লন্ডনপ্রবাসী নিহত হয়েছেন।
বুধবার দুপুরে কিশোরগঞ্জ জেলা শহরের গাইটাল পুকুরপাড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত মো. মোস্তাক মোল্লা (৩৫) সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের ভাটগাঁও গ্রামের আশরাফ উদ্দিনের (মেনু মোল্লা) ছেলে।
তিনি লন্ডন থেকে চলতি মাসের ৩ তারিখ বাংলাদেশে নিজ বাড়িতে এসেছেন। কয়েকদিন পর তার লন্ডন ফিরে যাওয়ার কথা ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ি থেকে মোটরসাইকেলযোগে জেলা শহরে যাওয়ার পথে গাইটাল পুকুরপাড় এলাকায় বিপরিত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিক্সার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিকাল ৪ টার দিকে মারা যান তিনি।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।