ঢাকাThursday , 10 April 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

নিকলীতে ছাত্র-জনতার আন্দোলনে হামলার আসামি গ্রেফতার

প্রতিবেদক
-
April 10, 2025 11:47 am
Link Copied!

নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের নিকলীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার আসামি শাহ আলম ওরফে আলম মেম্বারকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাত পৌনে ১০ টার দিকে গুরুই বাজার এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

গ্রেফতার শাহ আলম ওরফে আলম মেম্বার ছেত্রা গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে আসামিরা নিকলী আওয়ামী লীগ অফিস থেকে বের হয়ে মিছিলে হামলা চালায়। এতে অনেকেই আহত হন। পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সেও হামলা চালয়ে ভাঙচুর করে।

এ ঘটনায় নিকলী থানায় মামলা হয়।

মামলার পরিপ্রেক্ষিতে আসামি শাহ আলম ওরফে আলম মেম্বারকে গ্রেফতার করা হয় বলে জানান নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

আপনার মন্তব্য করুন