নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের ভৈরব থেকে ২০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার বিকাল পৌনে ৫টার দিকে অভিযানটি চালায় র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা।
গ্রেফতার তিনজন হলেন কটিয়াদী উপজেলার মুমুরদিয়া গ্রামের মৃত আনোয়ার আলীর ছেলে আসাদ মিয়া (৩০), নরসিংদী জেলার রায়পুরা উপজেলার ফুলদী গ্রামের মৃত তাউজ উদ্দিনের ছেলে জিয়াউর রহমান (৪৭) ও নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার চরখিদিরপুর গ্রামের আব্দুল হাসেমের ছেলে ইমরান মিয়া (১৯)।
র্যাব সূত্র জানায়. গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের দলটি ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ এলাকায় অভিযান চালায়। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে ২০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করে।
র্যাবের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক জানান, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য চারলক্ষ টাকা।
এ ঘটনায় ভৈরব থানায় মামলা দিয়ে আলামতসহ আসামিদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে।