ঢাকাThursday , 10 April 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

ভৈরবে ২০ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার

প্রতিবেদক
-
April 10, 2025 10:19 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের ভৈরব থেকে ২০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার বিকাল পৌনে ৫টার দিকে অভিযানটি চালায় র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা।

গ্রেফতার তিনজন হলেন কটিয়াদী উপজেলার মুমুরদিয়া গ্রামের মৃত আনোয়ার আলীর ছেলে আসাদ মিয়া (৩০), নরসিংদী জেলার রায়পুরা উপজেলার ফুলদী গ্রামের মৃত তাউজ উদ্দিনের ছেলে জিয়াউর রহমান (৪৭) ও নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার চরখিদিরপুর গ্রামের আব্দুল হাসেমের ছেলে ইমরান মিয়া (১৯)

র‌্যাব সূত্র জানায়. গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের দলটি ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ এলাকায় অভিযান চালায়। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে ২০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করে।

র‌্যাবের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক জানান, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য চারলক্ষ টাকা।

এ ঘটনায় ভৈরব থানায় মামলা দিয়ে আলামতসহ আসামিদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

আপনার মন্তব্য করুন