নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন পালন করে নানা কর্মসূচি।
সোমবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে পুরাতন স্টেডিয়াম থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ। এর আগে পুরাতন স্টেডিয়ামে বেলুন উড়িয়ে লোকজ মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজকি-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলা নববর্ষ উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে গ্রামীণ মেলা ও ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আপনার মন্তব্য করুন