নিজস্ব প্রতিবেদক: পর পর দুবার কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন ভৈরব সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নাজমুস সাকিব। গত মার্চ মাসের অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখায় তাকে শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে নির্বাচিত করা হয়।
রবিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তার হাতে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বিপিএম–সেবা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তিনি গত মার্চ মাসে ৮৩টি জিআর ওয়ারেন্ট নিষ্পত্তি, সিআর ওয়ারেন্ট নিষ্পত্তি ৬৬ টি, সাজা ওয়ারেন্ট ৭টি নিষ্পত্তিসহ সর্বমোট ১৫৬ টি পরোয়ানা নিষ্পত্তি করেন। নিয়মিত মুলতবি মামলার মধ্যে ৫০টি নিষ্পত্তি করেন । নিয়মিত মামলার ২০৭ জন আসামির মধ্যে ৪৪ জন আসামি গ্রেফতার করেন। এছাড়াও তিনি বিগত মার্চ মাসে ৮৬৪ পিস ইয়াবা, প্রায় ৩৭ কেজি গাঁজা উদ্ধার করেন।
এ সময় বাজিতপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সত্যজিৎ ঘোষ, সকল সার্কেল অফিসারসহ সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসেও কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ সার্কেল হিসেবে পুরস্কৃত হন ভৈরবের সার্কেল অফিসার মো. নাজমুস সাকিব।