নিজস্ব প্রতিবেদক: হাওর অঞ্চলের প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও মানুষের জীবনমান উন্নয়ন সম্পর্কে উদ্বুদ্ধকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
কিশোরগঞ্জ ইসলামিক ফাউন্ডেশন মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সেমিনারের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহা পরিচালক আ. ছালাম খাঁন।
জেলা প্রশাসক ফৌজিয়া খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ হাছান চৌধুরী।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা ইসলামী আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা প্রভাষক আলমগীর হোসাইন তালুকদার, জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি তানভীর আহমাদ ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ভূঁইয়া।
আপনার মন্তব্য করুন