নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের হায়দারাবাদ আখলাদুল জামে মসজিদের ইমাম ও খতিব, ইসলামি ছাত্র সেনার সাবেক কেন্দ্রীয় সদস্য মাওলানা রইছ উদ্দিন হত্যার বিচার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত জেলা কালেক্টরেটের সামনের সড়কে এ কর্মসূচির আয়োজন করে আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্য পরিষদ ও কিশোরগঞ্জ জেলার বিভিন্ন দরবার ও খানকা শরীফ।
দরবার ও খানকা শরীফ হতে আগত বিভিন্ন পীর মাশায়েখদের পক্ষ থেকে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক সিদ্দীকিয়া দরবার শরীফের পীরজাদা মৌলানা মো. শফিকুল ইসলাম সিদ্দীকি, বৌলাই তরফিয়া দরবার শরীফের সাজ্জাদনশীন পীরজাদা সৈয়দ ইয়াছিন, চকমতি দরবার শরিফের পীরজাদা মোবাশ্বীর হাসান ফয়সাল, মুফতি রুহুল আমিন, আব্দুল হক ফকির, রিয়াজউদ্দিন মাস্টার, মাওলানা রুমান আশরাফী, আশরাফুল ইসলাম, শাহ মোহাম্মদ বাতেন শাহ, পীরজাদা আসলাম শাহ, মো আবু তাহের, মাওলানা আলীমুদ্দিন সিদ্দিকি, ডা. জোবায়ের আহমদ, মাওলানা সায়েম সিদ্দীকি, মাওলানা সিদ্দিকুর রহমান আল কাদরী, মাওলানা আবুল খায়ের চুন্নু সিদ্দিকি, মাওলানা গাজী নুরুল ইসলাম প্রমুখ পীর মাশায়েখবৃন্দ।
বক্তাগণ মাওলানা রইছ উদ্দিনের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কিশোরগঞ্জ আহলে সুন্নাত ওয়াল জামাতের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মুফতি বোরহান উদ্দিন জালালী।