নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় উদীচীর জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় হামলার প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে গানে গানে প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে উদীচী কিশোরগঞ্জ জেলা সংসদের সভাপতি সাখাওয়াত হোসেন খান ও সাধারণ সম্পাদক বাবুল রেজার নেতৃত্বে শহরের রঙমহল সড়কে এ কর্মসূচি পালিত হয়।
জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে প্রতিবাদী গণ সঙ্গীত পরিবেশন করেন গণসঙ্গীত শিল্পী সাখাওয়াত হোসেন খান, বেতার ও টেলিভিশন শিল্পী আকিল রহমান, এ কে এম জসীমউদ্দীন হিরু, সুকান্ত ভট্টাচার্য, নিয়ামুল হক, হাবিবুর রহমান হাবিব, আব্দুল কাদির প্রমুখ। তবলায় ছিলেন সন্দীপ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন সিপিবি কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি আব্দুর রহমান, উদীচী সহ-সভাপতি আবুল হাসেম বিএসসি, সদস্য এডভোকেট শেখ নূরুন্নবী বাদল, হোসেন আলী ও শাজাহান কবীর।
আপনার মন্তব্য করুন