ঢাকাFriday , 23 May 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

ভৈরবে কাঠবোঝাই ট্রাকের চাপায় দুজন নিহত, আহত ১০

প্রতিবেদক
-
May 23, 2025 2:47 pm
Link Copied!

ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের ভৈরবে কাঠবোঝাই ট্রাকের চাপায় দুজন নিহত আহত হয়েছেন অন্তত ১০ জন

নিহতরা হলেন ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের ঝগড়ারচর মুন্সিবাড়ির আঙ্গুর মিয়া (৪৫) একই ইউনিয়নের আকবরনগর গ্রামের আলিরবাড়ির মো. হালিম মিয়া (৬০)

শুক্রবার সকাল সাড়ে টার দিকে ভৈরবকিশোরগঞ্জ মহাসড়কের আকবরনগর বাসস্ট্যান্ড বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে

পুলিশ স্থানীয় সুত্রে জানা গেছে, আকবরনগর বাসস্ট্যান্ড বাজার এলাকায় কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ভৈরবগামী একটি কাঠবোঝাই ট্রাক দুজন পথচারীকে চাপা দেয় পরে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই দুজন নিহত এবং সিএনজিচালিত দুটি অটোরিকশা দুমড়েমুচড়ে যায় দুর্ঘটনায় সিএনজির যাত্রী পথচারীসহ অন্তত ১০ জন আহত হন আহতরা উপজেলার বিভিন্ন হাসপাতাল ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন

প্রত্যক্ষদর্শী আকবরনগর বাসস্ট্যান্ড বাজারের হাঁস মুরগির দোকানদার শাহ আল মিয়া বলেন, একটি কাঠ বোঝাই ট্রাক সড়কের ভৈরবমুখী দুটি সিএনজিকে ধাক্কা দিয়ে বাজারের ভিতরে গাছের পাশে গিয়ে থামে এসময়য় বাজার করতে আসা দুজন লোক ট্রাকের চাপায় মারা যায়

ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহাবুর রহমান বলেন, সকালে ৯৯৯ কল পেয়ে দুর্ঘটনাস্থলে গিয়ে দুজনের মৃত্যুর খবর পাই। একজন ঘটনাস্থলেই প্রাণ হারায়। হাসপাতাল নেয়ার পথে মারা যায় আরেকজন। আহত তিনজন ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে যায় বলে জানান তিনি।

আপনার মন্তব্য করুন