ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের ভৈরবে আগুনে পুড়ে গেছে ১২ টি দোকান। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি সংশ্লিষ্ট ব্যবসায়ীদের।
শুক্রবার রাত ১ টার দিকে ভৈরবের কমলপুর সাতমুখি এলাকার লালু–কালু পাদুকা মার্কেটে আগুনের ঘটনাটি ঘটে।
আগুনে জুতার কেমিক্যাল ও সরঞ্জামাদিসহ ১২ টি দোকান পুড়ে গেছে। খবর পেয়ে ভৈরব শহর ও নদী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের স‚ত্রপাত বলে ধারণা করলেও তদন্ত ছাড়া আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে বলা সম্ভব নয় জানিয়েছেন নদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আজিজুল হক রাজন।
আপনার মন্তব্য করুন