পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গাছ থেকে জাম পাড়ার সময় পড়ে গিয়ে মো. কাজল মিয়া (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
রবিবার সকালে চরফরাদি ইউনিয়নের হিজলিয়া গ্রামে ঘটনাটি গটে।
কাজল মিয়া হিজলিয়া গাইনবাড়ির মৃত মফিজ উদ্দিনের ছেলে ।
পুলিশ ও পারিবরিক সূত্রে জানা গেছে, সকালে কাজল মিয়া জাম পাড়ার জন্য বাড়ির পাশের একটি গাছে উঠেন। জাম পাড়ার সময় অসাবধানতাবশত পা পিছলে গাছ থেকে পড়ে যান তিনি। বাড়ির লোকজন তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্হানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাটি শুনেছেন বলে জানিয়েছেন পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন।
আপনার মন্তব্য করুন