ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের ভৈরবে ট্রেনের ২৯ টি টিকিটসহ একজনকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ।
রবিবার সকালে ভৈরব রেলওয়ে স্টেশন এলাকায় অভিযানটি চালানো হয়।
গ্রেফতার সৌরভ হোসেন (২৫) ভৈরবের গোছামারা পূর্বপাড়া গ্রামের আক্তার হোসেনের ছেলে।
রেলওয়ে পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সকাল ১০টার দিকে অভিযান চালায় রেলওয়ে পুলিশের একটি দল। এ সময় ঢাকা টু কিশোরগঞ্জ ও কিশোরগঞ্জ টু ঢাকা রুটের ভিন্ন ভিন্ন তারিখের ২৯ টি আসনের টিকিট ও একটি স্মার্ট মোবাইল ফোনসেটসহ হাতেনাতে গ্রেফতার করে সৌরভকে। টিকিটগুলো এগারসিন্দুর গোধূলী ও প্রভাতি এবং কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরো জানায়, গ্রেফতার সৌরভ হাসান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গ্রুপের (Kishorganj Train Ticket buy sell and exchange messenger Group) সক্রিয় সদস্য। তিনি এই পেজে বিজ্ঞাপন দিয়ে প্রকৃত মূল্যের চেয়ে অধিক দামে অর্থাৎ ১৮০ টাকার টিকিট ৪৫০/৫০০ টাকায় যাত্রীদের কাছে বিক্রি করতেন। জিজ্ঞাসাবাদে তিনি আরো জানান, নিজের ও পরিচিত সাতজনের এনআইডি ও মোবাইল নম্বর ব্যবহার করে মোট আটটি রেলওয়ে আইডি খুলে নিয়মিত ঢাকা টু কিশোরগঞ্জসহ বিভিন্ন রুটের আন্তঃনগর ট্রেনের টিকিট অনলাইন হতে সংগ্রহ করে থাকেন। পরে ফেসবুক ম্যাসেঞ্জার গ্রুপের মাধ্যমে যাত্রীদের কাছে বিক্রি করে বিকাশ/নগদের মাধ্যমে টাকা সংগ্রহ করেন। পরে গ্রাহকের মোবাইলে টিকিটের pdf কপি পাঠিয়ে দেন।
এছাড়াও উক্ত আসামি ঈদ পরবর্তী কিশোরগঞ্জ টু ঢাকা রুটের অনলাইন ভিত্তিক টিকিট কালোবাজারির উদ্দেশ্যে ফেসবুকে প্রচারণা চালাচ্ছিলেন বলেও জানিয়েছে পুলিশ।