ঢাকাSunday , 1 June 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে এনসিপির পথসভা, লিফলেট বিতরণ

প্রতিবেদক
-
June 1, 2025 6:05 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে কিশোরগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।

রবিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত শহরের বিভিন্ন মোড়ে এ কর্মসূচি পালিত হয়।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব  সাঈদ আহনাফ খান, কেন্দ্রীয় সংগঠক সাঈদ উজ্জ্বল (উত্তরাঞ্চল), কেন্দ্রীয় সংগঠক খায়রুল কবির (উত্তরাঞ্চল), কেন্দ্রীয় সদস্য  দিদার শাহসহ কিশোরগঞ্জ জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এতে অংশ নেন। 

দুপুরে শহরের বটতলা থেকে পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি শুরু হয়ে পর্যায়ক্রমে বিভিন্ন মোড়ে চলে এ কর্মসূচি।

পথসভায় বক্তব্যে নেতাকর্মীরা সংবিধান পরিবর্তন, প্রশাসনের সংস্কার, নির্বাচন কমিশনের সংস্কার, স্বাস্থ্যসেবার উন্নয়ন, বিচার বিভাগের স্বাধীনতা, দুর্নীতি দমন কমিশনসহ রাষ্ট্রের সামগ্রিক সংস্কারের বিষয়ে অভিমত ব্যক্ত করেন

তারা আরো বলেন, জুলাই গণঅভ্যুত্থানপরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে ইনসাফপূর্ণ নতুন বাংলাদেশ গড়তে কলেজবিশ্ববিদ্যালয়, মাদ্রাসায় তরুণ নেতৃত্ব, ছাত্রজনতা, কৃষকশ্রমিক, আলেম উলামা সকলের অংশগ্রহণে জবাবদিহিমূলক রাষ্টগঠনে এনসিপি দাওয়াত নিয়ে এসেছে। ইনসাফপূর্ণ রাষ্ট্রগঠনে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তারা।

আপনার মন্তব্য করুন