ঢাকাMonday , 2 June 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

প্রশাসনের আশ্বাসে করিমগঞ্জে ঘেরাও কর্মসূচি স্থগিত ইসলামী আন্দোলনের

প্রতিবেদক
-
June 2, 2025 6:44 pm
Link Copied!

করিমগঞ্জ (কিশোরগঞ্জ) সংবাদদাতা: দুর্নীতির অভিযোগে অভিযুক্ত কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গ্রেফতার ও বরখাস্তের দাবিতে পূর্বঘোষিত ঘেরাও কর্মসূচি স্থগিত করেছে ইসলামী আন্দোলন।

সোমবার বেলা ১১টায় করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও করিমগঞ্জ থানা ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছিল দলটি।

চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাসে ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে বলে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন ইসলামী আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি প্রভাষক হাফেজ মাওলানা আলমগীর হোসাইন তালুকদার।

সোমবার দুপুরে করিমগঞ্জ উপজেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম ভূঁইয়া। সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ জানান, ঘেরাও কর্মসূচি ঘোষণার পর করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ সুপারের পক্ষ থেকে চেয়ারম্যানের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে ঘেরাও কর্মসূচি স্থগিত করা হয়।

সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ সভাপতি মো. রোকন উদ্দিন, করিমগঞ্জ উপজেলা শাখার সহ সভাপতি প্রভাষক মাওলানা মোস্তফা কামাল, করিমগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দুলাল শিকদারখেলাফত মজলিশ জেলা শাখার প্রচার সম্পাদক শহীদুল্লাহ্ সামী প্রমুখ

উল্লেখ্য, গত ২৬ মে করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়ন পরিষদে ভিজিএফ এর চাল বিতরণের সময় পরিমাণে কম দেওয়ার অভিযোগ পান ইসলামী আন্দোলনের নেতারা। সরেজমিন ঘটনাস্থলে গিয়ে এর সত্যতাও পান বলে জানান তারা। তখন স্থানীয় এক সংবাদকর্মীসহ দলটির নেতারা এর প্রতিবাদ করেন। এ সময় চেয়ারম্যান মোস্তফা কামাল ও তার লোকজন তাদের ওপর চড়াও হন এবং লাঞ্ছিত করেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্রকর্তা ও করিমগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন তারা।

আপনার মন্তব্য করুন