নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার কিশোরগঞ্জের নিকলী উপজেলা ছাত্রদল ও মুক্তিযোদ্ধা আদর্শ সরকারি ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
মুক্তিযোদ্ধা আদর্শ সরকারি ডিগ্রী কলেজ, নিকলী জিসি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, শহীদ স্মরনিকা বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে বৃক্ষরোপণ রোপণ করা হয়।
কর্মসূচিতে অংশ নেন নিকলী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রনি আহাম্মদ, মুক্তিযোদ্ধা আদর্শ সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক সাকিবুর ইসলাম সাকিব, সদস্য সচিব জিতু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিদান জয়, যুগ্ম আহ্বায়ক অনিক, উপজেলা ছাত্রদল নেতা রাতুল, মো. শরিফ, নাহিন রহমান শান্ত, সিয়াম, সৌরভ, তায়িব, রবিন প্রমুখ।
- উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রনি আহাম্মদ বলেন, আধুনিক বাংলাদেশের রূপকার, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকীতে আমরা সবুজ ও পরিচ্ছন্ন এলাকা হিসেবে নিকলীকে গড়ে তুলবো। মুক্তিযোদ্ধা আদর্শ সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক সাকিবুর ইসলাম সাকিব বলেন, বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়ে আমরা দলের প্রতিষ্ঠাতার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। ছাত্রদলের এই সচেতনতামূলক কাজ ভবিষ্যৎ প্রজন্মকে একটি পরিবেশবান্ধব সমাজ গঠনে উৎসাহিত করবে।
আপনার মন্তব্য করুন