ঢাকাFriday , 6 June 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

পাকুন্দিয়ায় বাসচাপায় অটোরিকশার এক যাত্রী নিহত, আহত ২

প্রতিবেদক
-
June 6, 2025 2:52 pm
Link Copied!

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাসচাপায় সারোয়ার হোসেন (১৫) নামে একজন নিহত দুজন  আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে কিশোরগঞ্জগাজীপুর আঞ্চলিক মহাসড়কের পাকুন্দিয়া উপজেলার মরুড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে

নিহত সারোয়ার হোসেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার অরণ্যপাশা গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে। আহতরা হলেন একই এলাকার মালেক মিয়ার ছেলে আশ্রফ আলী (২০) মারুফ রহমানের মেয়ে জেবিন (১৮)

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিএনজি অটোরিকশায় করে ঢাকা থেকে বাড়িতে ফিরছিলেন তারা। সকাল সাড়ে ৮টার দিকে পাকুন্দিয়ার মরুড়া এলাকায় পৌঁছলে বিপরিত দিক থেকে আসা একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী সারোয়ার হোসেন নিহত দুজন আহত হন। দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়

এলাকাবাসী আহতদেরকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়

পাকুন্দিয়া থানার উপ পরিদর্শক সুজায়েত জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।

আপনার মন্তব্য করুন