করিমগঞ্জ (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের করিমগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে কাদিরজঙ্গল ইউনিয়নের পিটুয়া গ্রামে ঘটনাটি ঘটে।
মারা যাওয়া দুই শিশু হলো পিটুয়া গ্রামের রাসেলের মেয়ে তাইয়িবা (১০) ও শফিকুলের মেয়ে ইয়াছমিন (৯)। তারা দুজন পরস্পর চাচাতো বোন। দুজনই পিটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
তাদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১২ টার দিকে সবার অজান্তে বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়েছিল তারা। সাঁতার না জানায় দুজনই পুকুরের পানিতে তলিয়ে যায়। প্রায় আধাঘন্টা পর বাড়ির লোকজন অচেতন অবস্থায় তাদেরকে পুকুর থেকে উদ্ধার করে।
পরে করিমগঞ্জ উপেজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
আপনার মন্তব্য করুন