করিমগঞ্জ (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের করিমগঞ্জে সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয় নিয়ামতপুর উচ্চ বিদ্যালয়ের সামনে।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, নিয়ামতপুর এলাকার চিহ্নিত সন্ত্রাসী শাহীন, বাবুল, হিমেল সিজান, কাঞ্চন, রুবেলসহ কতিপয় সন্ত্রাসী দীর্ঘদিন যাবত এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। গত ৬ জুন রাত সাড়ে ৯টার দিকে সন্ত্রাসীরা ভাটিয়া জহিরকোণা গ্রামের নিরীহ যুবক সাইফুল ইসলাম হিরাকে কুপিয়ে ও বেধরক পিটিয়ে গুরুতর জখম করে। হিরার মামা আহসান হাবিবের সঙ্গে পূর্ববিরোধের জের ধরে হিরার ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন তারা। হিরা বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় থানায় মামলা হলেও আসামিরা প্রকাশ্যে ঘুরাফেরা করছে অভিযোগ করে হিরার স্বজনরা বলেন, মানববন্ধন চলাকালেও সন্ত্রাসীরা হামলার চেষ্টা করে।পরে স্থানীয়দের প্রতিরোধে তারা পালিয়ে যায়।
মানববন্ধনে বক্তব্য রাখেন মো. শাহরিয়ার, ফজলে রাব্বি, ফারুক মিয়া, আজিত হাসান, আহত হিরার স্ত্রী মোছা. আখি, তার ভাবি আঞ্জুমান আরা বেগম, ইলিয়াস, টিপু সুলতান প্রমুখ।