ঢাকাTuesday , 1 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে অমিক্রন প্রতিরোধ বিষয়ে কর্মশালা

প্রতিবেদক
-
July 1, 2025 1:19 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাসের সাবভ্যারিয়েন্ট অমিক্রন প্রতিরোধ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জে। 

মঙ্গলবার সিভিল সার্জন কার্যালয়ে দিনব্যাপী কর্মশালাটির আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা কিশোরগঞ্জ উত্তরণ সমাজ কল্যাণ সংস্থা।

কর্মশালায় বক্তাগণ করোনা মহামারীর ভয়াবহতা তুলে ধরে বলেন, এখনো কিছু কিছু স্থানে করোনা এবং এর সাব-ভ্যারিয়েন্ট অমিক্রনের সংক্রমণ ধরা পড়ছে। এটি ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার আগেই সকলকে সচেতন হতে হবে। এক্ষেত্রে সতর্কতামূলক কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়া হয়।

ডেপুটি সিভিল সার্জন ডা. মো. দিদারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত  কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক মো. কামরুজ্জামান খান সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা ওবায়দুল হক

কর্মশালায় আলোচনা করেন কিশোরগঞ্জ উত্তরণ সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা  মো. শফিউল আলম, সংস্থার সভাপতি মো. আলাউদ্দিন, সাধারণ সম্পাদক  আব্দুস সামাদ সবুজ, সাংবাদিক সাইফউদ্দীন আহমেদ লেনিন প্রমুখ।

কর্মশালা সঞ্চালনা করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. পল্লব কুমার দেবনাথ।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন বেসরকারি সংস্থার কর্মী ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার ৫০ জন প্রতিনিধি কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালাটি বাস্তবায়ন করেছে কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয়।

আপনার মন্তব্য করুন