ঢাকাSunday , 20 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

“নেতারা অপকর্ম করলে জনগণ জুতার মালা দিলে অপকর্ম করার সাহস পেত না”

প্রতিবেদক
-
July 20, 2025 7:25 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর (শায়খে চরমোনাই) মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, আমাদের দেশের নেতারা অপকর্ম করলে জনগণ ফুলের মালা দেয়। জনগণ যদি ফুলের মালা না দিয়ে জুতার মালা দিত তাহলে নেতারা আর অপকর্ম করার সাহস পেত না।

ইসলামী যুব আন্দোলনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার বিকালে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে কিশোরগঞ্জ জেলা ইসলামী যুব আন্দোলন আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, চব্বিশের জুলাই-আগস্টের আন্দোলনে অনেক মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। এখন যদি দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়াদেরকে  আবারও ক্ষমতায় আনা হয়, তাহলে জনগণ আবারও ফেল করবে। তারা এখনো ক্ষমতায় যায়নি। ক্ষমতার স্বপ্ন দেখেই চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন, ধর্ষণ, লুটপাট শুরু করে দিয়েছে।

আওয়ামী লীগ ও বিএনপিকে চাঁদাবাজ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনার পিয়ন চারশ কোটি টাকার মালিক হয়েছে। ফরিদপুরের এক ছাত্রলীগ নেতা দুই হাজার কোটি টাকা পাচার করেছে। তারা ছিল শাহী চাঁদাবাজ। আর একদল চাঁদাবাজ হলো ছেচড়া চাঁদাবাজ। তারা মুচির কাছে গিয়ে চাঁদাবাজি করে, টেম্পু স্ট্যান্ডে গিয়ে চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে।

তিনি বলেন, সব দোষ আমাদের, জনগণের। তারা পাঁচশ টাকা, একহাজার টাকার বিনিময়ে ভোট দিয়ে দেয়। এসব নেতারা নির্বাচনে একশ কোটি টাকা ইনভেস্ট করে একহাজার কোটি টাকা কামায়।

তিনি বলেন, একাত্তরে মুক্তিযুদ্ধে মানুষ জীবন দিয়েছিল সাম্য, মানবিক মর্যাদা এবং  ন্যায়বিচার প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু বিগত ৫৪ বছর যারা দেশ শাসন করেছে তারা সাম্য, মানবিক মর্যাদা আর ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারেনি। তিনি আগামী নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থীদেরকে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, আপনারা আইয়ুব খানের শাসন দেখেছেন, শেখ সাহেবের শাসন দেখেছেন, জিয়াউর রহমানের শাসন দেখেছেন, সাত্তার সাহেবের শাসন দেখেছেন, এরশাদের শাসন দেখেছেন, খালেদা জিয়ার শাসন দেখেছেন, শেখ হাসিনার শাসন দেখেছেন। তারা সবাই জনগণের আশা আকাঙ্খা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে  বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটির সেক্রেটারী জেনারেল মুফতি মানসুর আহমাদ সাকী।

কিশোরগঞ্জ জেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি মুহাম্মাদ রবিউল ইসলাম শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) মুফতি শেখ ইহতেশাম বিল্লাহ আজিজী, ইসলামী আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি প্রভাষক মাওলানা আলমগীর হোসাইন তালুকদার ও সেক্রেটারী মাওলানা নোমান আহমাদ, কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী আন্দোলনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রফেসর মাওলানা আজিজুর রহমান (জার্মানি), ইসলামী যুব আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার উপদেষ্টা মাওলানা শফিকুল ইসলাম ফারুকী ও মুহাম্মাদ মাজহারুল ইসলাম মাজহার, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি কফিল উদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মুহাম্দ মুসা খাঁন, জাতীয় শিক্ষক ফোরাম কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি প্রভাষক মুহাম্মাদ নূর আহমাদ, ইসলামী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি তানভীর আহমাদ প্রমুখ।

সমাবেশ সঞ্চালনা করেন ইসলামী যুব আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা দেলোয়ার হোসাইন।

আপনার মন্তব্য করুন