ঢাকাMonday , 4 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

তিন মাস পর স্বপদে বহাল কিশোরগঞ্জের পুলিশ সুপার

প্রতিবেদক
-
August 4, 2025 3:04 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: তিন মাস আগে প্রত্যাহার করা কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীকে স্বপদে বহাল করা হয়েছে। রবিবার পুলিশ হেডকোয়াটার্স  এক আদেশে পূর্ববর্তী কর্মস্থল কিশোরগঞ্জে যোগদানের নির্দেশ দিয়েছে।

পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট-১ শাখার অতিরিক্ত ডিআইজি খন্দকার শামিমা ইয়াছমিন স্বাক্ষরিত যোগদান সংক্রান্ত এক চিঠিতে রবিবার নির্দেশক্রমে তাকে পূর্ববর্তী কর্মস্থল কিশোরগঞ্জের পুলিশ সুপার পদে  যোগদানের জন্য অনুরোধ করা হয়। একই চিঠিতে চলতি বছরের ৮ মে তারিখে পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকায় রিপোর্ট করার আদেশ প্রত্যাহার করা হয়।

প্রসঙ্গত, সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ চিকিৎসার জন্য থাইল্যান্ড যাওয়ার পর রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। কিশোরগঞ্জ সদর থানায় আবদুল হামিদের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। এ অবস্থায় মামলার আসামি হিসাবে তাকে বিদেশ যাওয়ার সুযোগ করে দেওয়ার অভিযোগ আনা হয়।

এর পরিপ্রেক্ষিতে কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপারকে প্রত্যাহার এবং মামলার তদন্ত কর্মকর্তাসহ আরেকজনকে বরখাস্ত করা হয়।  ঘটনার তদন্তে পুলিশ সদর দপ্তর একটি তদন্ত কমিটিও গঠন করে।

এছাড়া প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে শিক্ষা উপদেষ্টাকে প্রধান করে নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসানকে সদস্য করে উচ্চ পর্যায়ের আরেকটি কমিটিও গঠন করা হয়। দুটি কমিটি তদন্ত শেষে কিশোরগঞ্জের পুলিশ সুপারসহ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া অন্যদেরকে নির্দোষ প্রমাণিত করে অভিযুক্তদেরকে অব্যাহতি দিতে সুপারিশ করে। তদন্তকালীন এই তিন মাস কিশোরগঞ্জের পুলিশ সুপারের পদটি শূন্য ছিল।

পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী কিশোরগঞ্জে আবারো যোগদানের বিষয়টি নিশ্চিত করে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

আপনার মন্তব্য করুন