নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের নিকলী উপজেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন করেছে বিএনপির একটি অংশ।
মঙ্গলবার দুপুরে নিকলী উপজেলা সদরের পুরাতন বাজারে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মো. জিল্লুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সদস্য কামরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য আলম মেম্বার, গুরুই ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মহিনুর ইসলাম, ঢাকা মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল পাশা প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, দলের ত্যাগীদেরকে বাদ দিয়ে টাকার বিনিময়ে আত্মীয়করণ, তোষামোদকারী এবং আওয়ামী দোসরদেরকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। শুধু তাই নয় সিনিয়রদেরকে ডিঙ্গিয়ে জুনিয়রদেরকে কমিটিতে প্রাধান্য দেওয়া হয়েছে।
বক্তারা এই কমিটি বাতিলের দাবি জানিয়ে বলেন, যতদিন কমিটি বাতিল করা না হবে ততদিন আন্দোলন অব্যাহত থাকবে। শতাধিক নেতাকর্মী মানববন্ধনে অংশ নেন।
এর আগে গত ৬ সেপ্টেম্বর একই দাবিতে বিক্ষোভ মিছিল করে তারা। পরে সংবাদ সম্মেলনে নতুন কমিটিকে কোনো কার্যক্রম চালাতে দেওয়া হবেনা বলে ঘোষণা দেন।