কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: করোনা ভাইরাস প্রতিরোধে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা পরিষদের পক্ষ থেকে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন রক্তদান সমিতিকে সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে।
সোমবার উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে রক্তদান সমিতির প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক বদরুল আলম নাঈমের হাতে সুরক্ষা সামগ্রী তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. মোহাম্মদ মুশতাকুর রহমান।
এ সময় সহকারি উপজেলা প্রকৌশলী কাজী ফারুক, ঠিকাদার আবুল কালাম আজাদ কাইয়ুম, জাতীয় হিন্দু যুব মহাজোটের জেলা সভাপতি বিদ্যুৎ কুমার আচার্য্ শশী, সাংবাদিক মাসুম পাঠান, স্বেচ্ছাসেবক নবজিৎ সাহা, মিজানুর রহমান, রাকিবুল আলম সিয়াম, শাহিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. মোহাম্মদ মুশতাকুর রহমান বলেন, করোনা পরিস্থিতিসহ রক্তদান সমিতির বিভিন্ন কর্মকাণ্ডে আমি অভিভূত। সামান্য সুরক্ষা সামগ্রী প্রদানের মাধ্যমে তাদের পাশে থাকার চেষ্টা করেছি।