ঢাকামঙ্গলবার , ৩১ আগস্ট ২০২১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে নতুন ৭ জনের করোনা শনাক্ত

প্রতিবেদক
-
আগস্ট ৩১, ২০২১ ১২:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জে নতুন করে (সোমবার রাত ৯টা পর্যন্ত) ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এ সময়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১ হাজার ৫৯৭ জনে। নতুন আক্রান্তদের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৪ জন, করিমগঞ্জে ১ জন,  পাকুন্দিয়ায় ১ জন ও ভৈরবে ১ জন।

সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান সোমবার রাত ১১ টার দিকে এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান ২৯ আগস্ট (আংশিক) কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আরটি পিসিআর ল্যাব হতে (প্রি আইসোলেশনে ভর্তিকৃত জরুরী রোগীসহ) ৯৪ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিকে ২৯ আগস্ট বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ৮৯ জনের নমুনা পরীক্ষায় কারও করোনা শনাক্ত হয়নি। এছাড়া কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জন,, কিশোরগঞ্জ বক্ষব্যাধি ক্লিনিকে ৩ জন, হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন, করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩ জন, পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন ও কিশোরগঞ্জ মেডিল্যাব হেলথ সেন্টারে মোট ৬ জনসহ মোট ৫১ জনের রেপিড এন্টিজেন ও জিন এক্সপার্ট টেস্টে ৩ জনের করোনার উপসর্গ পাওয়া গেছে।

এদিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ১০ জন, সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২১ জন এবং আইসিইউতে ভর্তি রয়েছেন ৩ জন। জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ২০৯ জন।

সিভিল সার্জন আরও জানান, গত ২৪ ঘন্টায় জেলায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৯ জন। এ পর্যন্ত জেলায় মোট ৯ হাজার ৪১৪ জন সুস্থ হয়েছেন। বর্তমানে জেলায় সর্বেমোট আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৯৭৪ জন। এরমধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৬১৩ জন, হোসেনপুরে ৫ জন, করিমগঞ্জে ৩ জন, তাড়াইলে ৬ জন, পাকুন্দিয়ায় ২৬০ জন, কটিয়াদীতে ৪৩৯ জন, কুলিয়ারচরে ২০ জন, ভৈরবে ৩৬৭ জন, নিকলীতে ৩৮ জন, বাজিতপুরে ১৩৯ জন, ইটনায় ১২ জন, মিঠামইনে ৪ জন ও অষ্টগ্রামে ৬৮ জন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে হোম কোয়ারেন্টাইনে / আইসোলেশনে কোন রোগী নেই। তবে হাসপাতাল আইসোলেশনে রয়েছেন ৩৫ জন।

গত ২৪ ঘন্টায় টিকার জন্য রেজিস্ট্রেশন করেছেন ১ হাজার জন। গত ৭ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত রেজিস্ট্রেশন করেছেন ৫ লক্ষ ১৫ হাজার ৬৫০ জন। গত ২৪ ঘন্টায় কাউকে টিকা দেওয়া হয়নি বলে জানা গেছে। গত ১৯ জুন থেকে এ পর্যন্ত সাইনোফার্ম ভ্যাকসিনের প্রথম ডোজ টিকা নিয়েছেন মোট ২ লক্ষ ৬ হাজার ২৭০ জন এবং দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ৩৫ হাজার ১১৩ জন। গত ৭ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত কোভিশিল্ড ভ্যাকসিনের প্রথম ডোজ টিকা নিয়েছেন ৭৬ হাজার ৬৬৫ জন এবং মোট দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬৯ হাজার ১৩৬ জন।

আপনার মন্তব্য করুন