ঢাকাFriday , 3 September 2021
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে নতুন করোনা শনাক্ত ২৩, মৃত্যু ২

প্রতিবেদক
-
September 3, 2021 12:07 am
Link Copied!

অনলাইন ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জে নতুন করে (বৃহস্পতিবার রাত ৯টা পর্যন্ত) ২৩ জনের করোনা শনাক্ত এবং মৃত্যু হয়েছে ২ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১ হাজার ৬৭২ জনে এবং মোট মৃত্যুর সংখ্যা ২১২। নতুন আক্রান্তদের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৯ জন, হোসেনপুরে ১ জন, করিমগঞ্জে ১ জন,  ভৈরবে ১১ জন ও নিকলীতে ১ জন।

সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর (আংশিক) কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আরটি পিসিআর ল্যাব হতে (প্রি আইসোলেশনে ভর্তিকৃত জরুরী রোগীসহ) ৯৪ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিকে ১ সেপ্টেম্বর বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ১২৮ জনের নমুনা পরীক্ষায় ২ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ জন, কিশোরগঞ্জ বক্ষব্যাধি ক্লিনিকে ৩ জন, হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন, পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন, অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন ও কিশোরগঞ্জ মেডিল্যাব হেলথ সেন্টারে মোট ১০ জনসহ মোট ৫৭ জনের রেপিড এন্টিজেন ও জিন এক্সপার্ট টেস্টে ৪ জনের করোনার উপসর্গ পাওয়া গেছে।

এদিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ৭ জন, সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৯ জন এবং আইসিইউতে ভর্তি রয়েছেন ৫ জন। করোনায় এ হাসপাতালে মারা গেছেন ২ জন। করোনা শনাক্তকৃত নিকলী উপজেলার ৪৯ বছর বয়সী একজন পুরুষ ও ভৈরব উপজেলার ৬৫ বছর বয়সী একজন নারী গত বুধবার শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ২১২ জন।

সিভিল সার্জন আরও জানান, গত ২৪ ঘন্টায় জেলায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৭ জন। এ পর্যন্ত জেলায় মোট ৯ হাজার ৮০০ জন সুস্থ হয়েছেন। বর্তমানে জেলায় সর্বেমোট আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৬৬০ জন। এরমধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৪৭১ জন, হোসেনপুরে ৩৬ জন, করিমগঞ্জে ৯ জন, তাড়াইলে ৬ জন, পাকুন্দিয়ায় ২৪২ জন, কটিয়াদীতে ২৮১ জন, কুলিয়ারচরে ১৫ জন, ভৈরবে ৩৮৪ জন, নিকলীতে ৩৮ জন, বাজিতপুরে ৯০ জন, ইটনায় ১২ জন, মিঠামইনে ৪ জন ও অষ্টগ্রামে ৭২ জন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে হোম কোয়ারেন্টাইনে / আইসোলেশনে রয়েছেন ১ হাজার ৬২৯ জন। আর হাসপাতাল আইসোলেশনে রয়েছেন ৩১ জন।

গত ২৪ ঘন্টায় টিকার জন্য রেজিস্ট্রেশন করেছেন ১ হাজার জন। গত ৭ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত রেজিস্ট্রেশন করেছেন ৫ লক্ষ ১৯ হাজার ৩১২ জন। গত ২৪ ঘন্টায় কোভিশিল্ড ভ্যাকসিনের প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে ৩ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৪৬ জনকে। একই সময়ে সাইনোফার্ম ভ্যাকসিনের প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে ৮০৭ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৮৯৮ জনকে। গত ৭ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত কোভিশিল্ড ভ্যাকসিনের প্রথম ডোজ টিকা নিয়েছেন মোট ৭৬ হাজার ৬৭০ জন এবং দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ৬৯ হাজার ৫৭৭ জন। গত ১৯ জুন থেকে এ পর্যন্ত সাইনোফার্ম ভ্যাকসিনের প্রথম ডোজ টিকা নিয়েছেন ২ লক্ষ ৯ হাজার ২৯৬ জন এবং মোট দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩৮ হাজার ৩৬৭ জন।

আপনার মন্তব্য করুন