নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ জেলায় তৃণমূল পর্যায়ে গণটিকা কার্যক্রমে ভ্যাকসিনেশন ক্যাম্পেইনে মঙ্গলবার সাইনোফার্মের দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫৪ হাজার ১৩৭ জন। এরমধ্যে পুরুষ ২৮ হাজার ৮৭৭ জন ও নারী ২৫ হাজার ২৬০ জন।
সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান মঙ্গলবার রাতে এ তথ্য জানিয়েছেন।
গত ১৯ জুন থেকে এ নিয়ে সাইনোফার্মের প্রথম ডোজ নিয়েছেন ২ লাখ ১৬ হাজার ৫৮৪ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৫ হাজার ২৭৩ জন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে আরও জানা গেছে, গত ২৪ ঘন্টায় কোভিশিল্ড ভ্যাক্সিনের প্রথম ডোজ নিয়েছেন ৩৩২ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩৬ জন। গত ৭ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত কোভিশিল্ডের প্রথম ডোজ নিয়েছেন ৭৭ হাজার ২২০ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬৯ হাজার ৭১১ জন।
সূত্রে আরও জানান, ভ্যাক্সিনের জন্য গত ২৪ ঘন্টায় রেজিস্ট্রেশন করেছেন ৭ হাজার ৪৪৭ জন। আর এ পর্যন্ত রেজিস্ট্রেশন করেছেন মোট ৫ লক্ষ ২৮ হাজার ৯৭০ জন।