অনলাইন ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থেকে পৃথক অভিযানে সাড়ে ২৩ কেজি গাঁজা ও ২০ বোতল ফেন্সিডিলসহ সাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের একটি দল। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে আশুগঞ্জ উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার কাছে ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনের ওপর অভিযান চালায় র্যাব।
র্যাব সূত্র জানায়, অভিযানে চৈতন্য চন্দ্র (৩২) নামে একজনকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে সাত কেজি গাঁজা ও একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। তিনি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কাঠালিয়া গ্রামের অরুন চন্দ্রের ছেলে। সকাল ৭টার দিকে একই স্থানে আতিকুল ইসলাম (৩০) নামে অপর একজনকে গ্রেফতার করে র্যাব। তার কাছ থেকে ১২ কেজি গাঁজা ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়। তিনি রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার নামাজ গ্রামের আবুল কাশেমের ছেলে। সকাল পৌনে ৮টার দিকে একই স্থান থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব। তারা হলেন নরসিংদী জেলা সদরের পশ্চিম কান্দাপাড়া গ্রামের মৃত ইমদাদুল হকের ছেলে তাওহীদ মিয়া (৩২) ও রায়পুরা উপজেলার বাশগাড়ি গ্রামের মৃত জয়নাল আবেদীনের মেয়ে পপি আক্তার (১৮)। তাদের কাছ থেকে ২০ বোতল ফেন্সিডিল ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। সকাল পৌনে ১০টার দিকে একই স্থানে অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব। তারা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার কাশিনগর গ্রামের জামিল মিয়ার ছেলে মুরশিদ মিয়া (২১), হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বেলাপুর গ্রামের সেলিম মিয়ার ছেলে রনি মিয়া (১৯) ও একই গ্রামের সিরাজ মিয়ার ছেলে রাসেল মিয়া (২১)। তাদের কাছ থেকে সাড়ে ৪ কেজি গাঁজা জব্দ করা হয়।
র্যাব সূত্র আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে গাঁজা ও ফেন্সিডিল দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে র্যাব জানায়।