স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আউটসোর্সিং কর্মচারীরা বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি পালন করছেন। আজ বুধবার সকাল থেকে তারা কাজে যোগদান না করে বিক্ষোভ প্রদর্শন করেন।
কর্মচারীরা অভিযোগ করেন, গত বছরের জুন মাস থেকে অদ্যাবধি এক বছর ধরে ২১৬ জন আউটসোর্সিং কর্মচারীর বেতন ভাতা বন্ধ রয়েছে। এমনকি গত ঈদের সময়ও তারা কোন ভাতাদি পাননি। এ অবস্থায় তারা মানবেতন জীবন যাপন করছেন। খায়রুল ইসলাম নামে একজন জানান, বেতন ভাতা না পাওয়ায় গত ঈদে এক প্যাকেট সেমাইও অনেক কর্মচারী কিনতে পারেননি।তার খুব কষ্টে রয়েছেন বলে তিনি জানান।
বেতন ভাতা প্রদানের আশ্বাস না পেলে তারা আন্দোলন চালয়ে যাবেন বলে জানান।
আপনার মন্তব্য করুন