মেডিকেল কলেজ সংবাদদাতা: আওয়ামীলীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে কিশোরগঞ্জ জেলা কৃষকলীগ। বুধবার সকালে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ প্রাঙ্গণে ২৩ টি গাছের চারা রোপন করা হয়।
এ উপলক্ষে মেডিকেল কলেজ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আ.ন.ম নৌশাদ খান।
জেলা কৃষকলীগের সভাপতি আহমেদ উল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চুর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাশেম মাস্টার, দপ্তর সম্পাদক দীপক দাস, অর্থ সম্পাদক হুমায়ুন কবির, সম্পাদক মণ্ডলীর সদস্য পলি আক্তার, জেলা কমিটির সদস্য এহসানুল হক ফারুক, মুস্তাফিজুর রহমান কাঞ্চন, করিমগঞ্জ উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক দীন ইসলাম, করিমগঞ্জ পৌর কৃষকলীগের যুগ্ম আহবায়ক আনিসুর রহমান টুকু, জাফরাবাদ ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক বুলবুল আহমেদ, যুগ্ম আহবায়ক মো. কবির, কাদিরজঙ্গল ইউনিয়ন কৃষকলীগের সভাপতি সুমন আহমেদ, বৌলাই ইউনিয়ন কৃষকলীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আজহার প্রমুখ।
২৩ জুন আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দিবসটি স্মরণীয় করে রাখতে ২৩ টি ফলজ, বনজ, ঔষধি বৃক্ষের চারা রোপন করা হয় বলে জানিয়েছেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু।