স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে আন্দোলনরত আউটসোর্সিং কর্মচারীদের আন্দোলনে পুলিশ বাধা দিয়েছে। পুলিশের বাধার মুখে তারা ক্যাম্পাসের বাইরে গিয়ে হাসপাতালের মূল ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।
আন্দোলনরত কর্মচারীরা জানান, আজ মঙ্গলবার সকাল ১০টায় পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আউটসোর্সিং কর্মচারীরা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্পাসের ভিতরে অবস্থান কর্মসূচি পালন করতে যায়। কিন্তু এর আগেই পুলিশ ক্যাম্পাসে অবস্থান নেয়। কর্মসূচি শুরু হলে পুলিশ তাদেরকে বাধা দেয়। পুলিশি বাধায় তারা ক্যাম্পাসের বাইরে গিয়ে হাসপাতালের মূল ফটকের সামনে এক ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করেন।
মাসুদুর রহমান রানার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন মাহমুদ হাসান বাপ্পী, মাহমুদ হাসান জিসমান, সৈয়দ আরিফুল হক প্রমুখ।
উল্লেখ্য, চাকরি স্থায়ীকরণ, পূর্ণ বেতন ভাতা প্রদান এবং সাত মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে আউটসোর্সিংয়ের ২১৬ জন কর্মচারী আন্দোলন করে আসছেন।
এ দাবিতে আগামী শনিবার আবারও অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা। পরে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার, হাসপাতালের পরিচালক ও সিভিল সার্জনের কাছে পৃথক পৃথক স্মারকলিপি দেওয়া হবে বলে তারা জানান।