মেডিকেল কলেজ সংবাদদাতা: বকেয়া বেতন প্রদানের আশ্বাসে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মাস্টার রোল ও আউটসোর্সিং কর্মচারীরা কর্মবিরতি প্রত্যাহার করেছেন। আজ বুধবার দুপুরে তারা কাজে যোগদান করেন।
আন্দোলকারী কর্মচারীদের পক্ষের একজন জানান, কর্তৃপক্ষের সাথে আলোচানায় বসলে তারা দাবি মেনে নেওয়ায় কর্মবিরতি প্রত্যাহার করা হয়। পরে দুপুরে সবাই কাজে যোগদান করেন।
হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. অনুপম ভট্টাচার্য জানান, ৬১ জন মাস্টার রোল কর্মচারীর কোন অনুমোদন ছিলনা। আর আউটসোর্সিংয়ের ১৫৫ জন কর্মচারীর বেতনভাতা বকেয়া থাকায় তারা কর্মবিরতি দিয়েছিলেন। আজ নেতৃবৃন্দের সাথে আলোচনায় বসে বিষয়টি সমাধান করা হয়েছে। পরে সকলেই কাজে যোগদান করেন। এ মাসের মধ্যেই তাদের বেতন ভাতা হবে বলে তিনি জানান।
জানা গেছে, গত বছরের জুন মাস থেকে অদ্যাবধি এক বছর ধরে ২১৬ জন মাস্টার রোল ও আউটসোর্সিং কর্মচারীর বেতন ভাতা বন্ধ থাকায় তারা আজ সকাল থেকে কর্মবিরতি পালন করেন।