নিউজ একুশে ডেস্ক: কিশোরগঞ্জে নতুন করে (শনিবার রাত ৮টা পর্যন্ত) ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এ সময় কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১ হাজার ৮৭১ জনে। নতুন আক্রান্তদের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ২ জন, কটিয়াদীতে ১ জন ও ভৈরবে ৬ জন।
সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান শনিবার রাত সাড়ে ৯ টার দিকে এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান ১৩, ১৪, ১৫ ও ১৭ সেপ্টেম্বর (আংশিক) কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আরটি পিসিআর ল্যাব হতে (প্রি আইসোলেশনে ভর্তিকৃত জরুরী রোগীসহ) ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
এদিকে ১৭ সেপ্টেম্বর বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ১৩৯ জনের নমুনা পরীক্ষায় কারও করোনা শনাক্ত হয়নি। এছাড়া শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন ও পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জনসহ মোট ৯ জনের রেপিড এন্টিজেন ও জিন এক্সপার্ট টেস্টে কারও করোনা উপসর্গ পাওয়া যায়নি।
এদিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ১ জন, সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৩ জন এবং আইসিইউতে ভর্তি রয়েছেন ৪ জন। জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ২১৫ জন।
সিভিল সার্জন আরও জানান, গত ২৪ ঘন্টায় জেলায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১০ জন। এ পর্যন্ত জেলায় মোট ১১ হাজার ৪৫৩ জন সুস্থ হয়েছেন। বর্তমানে জেলায় সর্বেমোট আক্রান্ত রোগীর সংখ্যা ২০৩ জন। এরমধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ১০৫ জন, হোসেনপুরে ২ জন, করিমগঞ্জে ১ জন, তাড়াইলে ৫ জন, পাকুন্দিয়ায় ২ জন, কটিয়াদীতে ১২ জন, কুলিয়ারচরে ৪ জন, ভৈরবে ৬৫ জন, নিকলীতে ৪ জন, বাজিতপুরে ২ জন ও মিঠামইনে ১ জন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে হোম কোয়ারেন্টাইনে / আইসোলেশনে রয়েছেন ১৯৯ জন। আর হাসপাতাল আইসোলেশনে রয়েছেন ৪ জন।
গত ২৪ ঘন্টায় টিকার জন্য রেজিস্ট্রেশন করেছেন ২১ হাজার ৫৭৩ জন। গত ৭ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত রেজিস্ট্রেশন করেছেন ৫ লক্ষ ৫১ হাজার ৩২৩ জন। গত ২৪ ঘন্টায় কোভিশিল্ড ভ্যাকসিনের প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে ৩৯৪ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১৬ জনকে। একই সময়ে সাইনোফার্ম ভ্যাকসিনের প্রথম ডোজ টিকা নিয়েছেন ৪ হাজার ১৮৪ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ হাজার ৯২৬ জন। গত ৭ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত কোভিশিল্ড ভ্যাকসিনের প্রথম ডোজ টিকা নিয়েছেন মোট ৮০ হাজার ৫৩৪ জন এবং দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ৭০ হাজার ২৬১ জন। গত ১৯ জুন থেকে এ পর্যন্ত সাইনোফার্ম ভ্যাকসিনের প্রথম ডোজ টিকা নিয়েছেন ২ লক্ষ ৪৫ হাজার ৮৪২ জন এবং মোট দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৫১ হাজার ১৪০ জন।