নিউজ একুশে ডেস্ক: কিশোরগঞ্জে এবার (মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত) ২৮৩ জনের নমুনা পরীক্ষায় একজনের করোনা শনাক্ত হয়েছে। তবে এ সময় কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১ হাজার ৯১৩ জনে। নতুন আক্রান্ত ব্যক্তি কিশোরগঞ্জ সদর উপজেলার।
সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান ২৩, ২৫, ২৬ ও ২৭ সেপ্টেম্বর (আংশিক) কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আরটি পিসিআর ল্যাব হতে (প্রি আইসোলেশনে ভর্তিকৃত জরুরী রোগীসহ) ৯৪ জনের নমুনা পরীক্ষা করে একজনের করোনা শনাক্ত হয়েছে।
এদিকে ২৭ সেপ্টেম্বর বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ১৪০ জনের নমুনা পরীক্ষায় কারও করোনা শনাক্ত হয়নি। এছাড়া কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন, হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন, পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন, ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ জন ও কিশোরগঞ্জ মেডিল্যাব হেলথ সেন্টারে ৯ জনসহ মোট ৪৯ জনের রেপিড এন্টিজেন ও জিন এক্সপার্ট টেস্টে কারও করোনা উপসর্গ পাওয়া যায়নি।
এদিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ৭ জন, সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৮ জন এবং আইসিইউতে ভর্তি রয়েছেন ৩ জন। জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ২১৫ জন।
সিভিল সার্জন আরও জানান, গত ২৪ ঘন্টায় জেলায় কোন করোনা রোগী সুস্থ হননি বলে জানা গেছে। এ পর্যন্ত জেলায় মোট ১১ হাজার ৫৬৬ জন সুস্থ হয়েছেন। বর্তমানে জেলায় সর্বেমোট আক্রান্ত রোগীর সংখ্যা ১৩২ জন। এরমধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৬৯ জন, হোসেনপুরে ১ জন, তাড়াইলে ২ জন, কটিয়াদীতে ৭ জন, কুলিয়ারচরে ৩ জন, ভৈরবে ৪৬ জন ও বাজিতপুরে ৪ জন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে হোম কোয়ারেন্টাইনে / আইসোলেশনে রয়েছেন ১২৮ জন। আর হাসপাতাল আইসোলেশনে রয়েছেন ৪ জন।
গত ২৪ ঘন্টায় টিকার জন্য রেজিস্ট্রেশন করেছেন ৭ হাজার ৪১৬ জন। গত ৭ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত রেজিস্ট্রেশন করেছেন ৫ লক্ষ ৯৭ হাজার ৮৫৬ জন। গত ২৪ ঘন্টায় কোভিশিল্ড ভ্যাকসিনের টিকা দেওয়া হয়নি। তবে এ সময়ে সাইনোফার্ম ভ্যাকসিনের প্রথম ডোজ টিকা নিয়েছেন ১ লাখ ৪৪ হাজার ৩১১ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ হাজার ৭ জন। গত ৭ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত কোভিশিল্ড ভ্যাকসিনের প্রথম ডোজ টিকা নিয়েছেন মোট ৮২ হাজার ৫৩ জন এবং দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ৭০ হাজার ৩৫২ জন। গত ১৯ জুন থেকে এ পর্যন্ত সাইনোফার্ম ভ্যাকসিনের প্রথম ডোজ টিকা নিয়েছেন ৪ লক্ষ ৩৩ হাজার ৯৩৭ জন এবং মোট দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৮৩ হাজার ৩৪৬ জন।