ঢাকাWednesday , 29 September 2021
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

বিশেষ ক্যাম্পেইনে কিশোরগঞ্জে দেড়লাখ ডোজ টিকা প্রদান

প্রতিবেদক
-
September 29, 2021 12:51 am
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: বিশেষ ভ্যাক্সিনেশন ক্যাম্পেইনে কিশোরগঞ্জ জেলায় মঙ্গলবার প্রায় দেড় লাখ ডোজ করোনার টিকা প্রদান করা হয়েছে।

কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী মঙ্গলবার সাইনোফার্ম (ভেরোসেল) ভ্যাকসিন প্রথম ডোজ দেওয়া হয়েছে ১ লাখ ৪৪ হাজার ৩১১ জনকে। এরমধ্যে পুরুষ ৬৭ হাজার ৬৭৬ জন এবং নারী ৭৩ হাজার ৪২২ জন। এছাড়া প্রতিদিনের নিয়মিত প্রথম ডোজ দেওয়া হয়েছে ৩ হাজার ২১৩ জনকে। আর দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২ হাজার ৭ জনকে। মঙ্গলবার প্রথম ও দ্বিতীয় ডোজসহ মোট টিকা দেওয়া হয়েছে ১ লাখ ৪৬ হাজার ৩১৮ জনকে।

সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় টিকার জন্য রেজিস্ট্রেশন করেছেন ৭ হাজার ৪১৬ জন। গত ৭ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত রেজিস্ট্রেশন করেছেন ৫ লক্ষ ৯৭ হাজার ৮৫৬ জন। গত ২৪ ঘন্টায় কোভিশিল্ড ভ্যাকসিনের টিকা দেওয়া হয়নি বলে জানা গেছে।

গত ৭ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত কোভিশিল্ড ভ্যাকসিনের প্রথম ডোজ টিকা নিয়েছেন মোট ৮২ হাজার ৫৩ জন এবং দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ৭০ হাজার ৩৫২ জন। গত ১৯ জুন থেকে এ পর্যন্ত সাইনোফার্ম ভ্যাকসিনের প্রথম ডোজ টিকা নিয়েছেন ৪ লক্ষ ৩৩ হাজার ৯৩৭ জন এবং মোট দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৮৩ হাজার ৩৪৬ জন।

আপনার মন্তব্য করুন