ঢাকাThursday , 30 September 2021
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে ২৬৫ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত ৪

প্রতিবেদক
-
September 30, 2021 12:24 am
Link Copied!

নিউজ একুশে ডেস্ক: কিশোরগঞ্জে এবার (বুধবার রাতস সাড়ে ৯টা পর্যন্ত) ২৬৫ জনের নমুনা পরীক্ষায় ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এ সময় কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১ হাজার ৯১৭ জনে। নতুন আক্রান্তদের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ২ জন ও ভৈরবে ২ জন।

সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান বুধবার রাত ১১টার দিকে এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান ২৬, ২৭, ২৮ ও ২৯ সেপ্টেম্বর (আংশিক) কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আরটি পিসিআর ল্যাব হতে (প্রি আইসোলেশনে ভর্তিকৃত জরুরী রোগীসহ) ৯৪ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিকে ২৮ সেপ্টেম্বর বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ১৫০ জনের নমুনা পরীক্ষায় কারও করোনা শনাক্ত হয়নি। এছাড়া কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন ও পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৬ জনসহ মোট ২১ জনের রেপিড এন্টিজেন ও জিন এক্সপার্ট টেস্টে কারও করোনা উপসর্গ পাওয়া যায়নি।

এদিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ৯ জন, সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৪ জন এবং আইসিইউতে ভর্তি রয়েছেন ৫ জন। জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ২১৫ জন।

সিভিল সার্জন আরও জানান, গত ২৪ ঘন্টায় জেলায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৫ জন। এ পর্যন্ত জেলায় মোট ১১ হাজার ৫৯১ জন সুস্থ হয়েছেন। বর্তমানে জেলায় সর্বেমোট আক্রান্ত রোগীর সংখ্যা ১১১ জন। এরমধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৬৭ জন, হোসেনপুরে ১ জন, তাড়াইলে ২ জন, কটিয়াদীতে ৭ জন, কুলিয়ারচরে ৩ জন, ভৈরবে ২৮ জন ও বাজিতপুরে ৩ জন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে হোম কোয়ারেন্টাইনে / আইসোলেশনে রয়েছেন ১০৮ জন। আর হাসপাতাল আইসোলেশনে রয়েছেন ৩ জন।

গত ২৪ ঘন্টায় টিকার জন্য রেজিস্ট্রেশন করেছেন ৩৯ হাজার ৮৬৭ জন। গত ৭ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত রেজিস্ট্রেশন করেছেন ৬ লক্ষ ৩৭ হাজার ৭২৩ জন। গত ২৪ ঘন্টায় কোভিশিল্ড ভ্যাকসিনের টিকা দেওয়া হয়নি। তবে এ সময়ে সাইনোফার্ম ভ্যাকসিনের প্রথম ডোজ টিকা নিয়েছেন ৩৪ হাজার ৪৬৬ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ হাজার ৫৯৮ জন। গত ৭ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত কোভিশিল্ড ভ্যাকসিনের প্রথম ডোজ টিকা নিয়েছেন মোট ৮২ হাজার ৫৩ জন এবং দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ৭০ হাজার ৩৫২ জন। গত ১৯ জুন থেকে এ পর্যন্ত সাইনোফার্ম ভ্যাকসিনের প্রথম ডোজ টিকা নিয়েছেন ৪ লক্ষ ৬৮ হাজার ৪০৩ জন এবং মোট দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৮৪ হাজার ৯৪৪ জন।

আপনার মন্তব্য করুন