অনলাইন ডেস্ক রিপোর্ট: বর্তমান করোনা পরিস্থিতি ও এর বিস্তার রোধকল্পে কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভাপতি মো. শামীম আলম পাঁচটি বিধি-নিষেধ সংবলিত নির্দেশনা দিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। রবিবার জেলা প্রশাসকের স্বাক্ষরে এ বিষয়টি প্রকাশ করা হয়।
বিধি-নিষেধের মধ্যে রয়েছে পণ্যবাহী যানবাহন ও রিকশা ছাড়া সকল গণ পরিবহন বন্ধ, সকল শপিংমল, মার্কেট, পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ, খাবারের দোকান, হোটেল-রেস্তোঁরা সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খাবার বিক্রয় (শুধুমাত্র অনলাইন / টেকওয়ে করতে পারবে) করতে পারবে। সরকারি-বেসরকারি অফিসসমূহে শুধুমাত্র প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা / কর্মচারীর উপস্থিতি নিশ্চিত এবং নিজ নিজ অফিসের ব্যবস্থাপনায় তাদের আনা নেওয়া করতে হবে। এছাড়া জনসাধারণকে মাস্ক পরার জন্য আরও প্রচার-প্রচারণা চালাতে হবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
২৮ জুন সকাল ৬টা থেকে ১ জুলাই সকাল ৬টা পর্যন্ত এসব বিধি-নিষেধ কার্যকর থাকবে।