ঢাকাসোমবার , ২০ ডিসেম্বর ২০২১
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

পাকুন্দিয়ায় স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটি বাতিলের দাবি

প্রতিবেদক
-
ডিসেম্বর ২০, ২০২১ ৭:৫০ অপরাহ্ণ
Link Copied!

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটি বাতিলের দাবি জানিয়েছেন সংগঠনটির একাংশের নেতারা।

সোমবার দুপুরে পাকুন্দিয়া প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। সংবাদ সম্মেলনে কমিটি পুনর্গঠনেরও দাবি জানানো হয়।

নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক মো. রাসেল মিয়া লিখিত বক্তব্যে বলেন, দীর্ঘদিন ধরে যারা রাজপথে আন্দোলন-সংগ্রাম করে আসছেন, হামলা-মামলার শিকার হয়ে কারা নির্যাতিত হয়েছেন, তারা পদবঞ্চিত হয়েছেন। এমন দুইজনকে আহ্বায়ক ও সদস্য সচিবের পদ দেওয়া হয়েছে-যারা দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতিতে অনুপস্থিত ও বিদেশে অবস্থান করেছেন। এক প্রভাবশালী প্রবাসী নেতার মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাদের এ পদ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়। বিতর্কিতদের শীর্ষ পদ দেওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে উল্লেখ করে সংবাদ সম্মেলনে এ কমিটি প্রত্যাখান করেন তারা। ইতিমধ্যে আটজন যুগ্ম আহ্বায়কসহ নব গঠিত কমিটির বেশিরভাগ সদস্যই পদত্যাগপত্র জমা দিয়েছেন বলেও জানানো হয়। এ অবস্থায় অবিলম্বে ত্যাগী ও যোগ্য নেতাদের শীর্ষ পদে রেখে কমিটি পুনর্গঠনের জন্য কেন্দ্রীয় কমিটির প্রতি দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক রায়হান হোসেন ভূঁইয়া, ফরহাদ আহমেদ আপন, আজম ইকবাল শিপন, আনিসুর রহমান রানা, আনোয়ার হোসেন আঙ্গুর, সজিব মিয়া, শরীফ ভূঁইয়া, রাসেল মিয়া, সদস্য হারুন অর রশিদ, শেখ আনোয়ারুল ইসলাম, শাহজাহান সাজু, সিরাজ মিয়া, শরিফ মিয়া, আবু বাক্কার সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে নবগঠিত কমিটির সদস্য সচিব মো.মঞ্জুরুল হক তাদের অভিযোগ সঠিক নয় দাবি করে বলেন, আমি দীর্ঘ ১৭ বছর ছাত্রদল করেছি। বিদেশে অবস্থান করেও জেলা প্রচার দলের সদস্য সচিবের দায়িত্ব পালন করেছি। জেলা ও উপজেলার নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ রেখেছি। দুই বছর আগে দেশে ফিরে আবারও স্থানীয় রাজনীতিতে সক্রিয় হয়েছি।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর এ. কে. এম আমিনুল আলম পলাশকে আহ্বায়ক ও মঞ্জুরুল হককে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট পাকুন্দিয়া উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি।

আপনার মন্তব্য করুন