ঢাকাসোমবার , ২০ ডিসেম্বর ২০২১
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

ভৈরবে পুলিশ হত্যাচেষ্টা মামলার এক আসামী গ্রেফতার

প্রতিবেদক
-
ডিসেম্বর ২০, ২০২১ ৮:১৫ অপরাহ্ণ
Link Copied!

নিউজ একুশে ডেস্ক: কিশোরগঞ্জের ভৈরবে পুলিশ হত্যাচেষ্টা মামলার এক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ সিপিসি-৩ এর একটি দল।

রবিবার রাত সাড়ে ১০ টার দিকে ভৈরবের চণ্ডিবের এলাকায় অভিযান চালিয়ে সফর আলী নামে মামলার এজাহারভূক্ত আসামীকে গ্রেফতার করা হয়।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে  অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি ভৈরবের ঘোড়াকান্দা এলাকার আলী আকবরের ছেলে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ভৈরব থানার এএসআই রেজাউল করিম ও এএসআই আব্দুল করিম ঘোড়াকান্দা এলাকা থেকে গ্রেফতারি পরোয়ানাভূক্ত আসামী রাসেলকে (৩০) গ্রেফতার করেন। এ সময় আসামীর ডাক চিৎকারে তার পক্ষের স্বজনরা দেশিয় অস্ত্র সস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। তারা পুলিশের দুই এএসআইকে কুপিয়ে ও পিটিয়ে গ্রেফতারকৃত আসামী রাসেলকে ছিনিয়ে নিয়ে যায়।

এ ব্যাপারে এএসআই রেজাউল করিম বাদী হয়ে গত ১৩ ডিসেম্বর ভৈরব থানায় একটি মামলা দায়ের করেন।

গ্রেফতার আসামী সফর আলীকে ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের কোম্পানী অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের।

আপনার মন্তব্য করুন