আশরাফ আলী সোহান: কিশোরগঞ্জে দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবার পেল কিশোরগঞ্জ ভলান্টিয়ার্স এর ব্যবস্থপনায় শীতবস্ত্র। কিশোরগঞ্জের হাওরের মিঠামইন উপজেলার মহিষারকান্দিতে সোমবার বিকালে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। ছোট–বড়, মাঝারি শীতের কাপড় প্রায় চার শতাধিক শীতার্তদের মাঝে বিতরণ করা হয়।
কিশোরগঞ্জ ভলান্টিয়ার্স এর ব্যতিক্রমী উদ্যোগ ‘বিনা পয়সায় শীতবস্ত্র মেলা‘ থেকে শীতর্তরা নিজেদের পছন্দমতো কাপড় সংগ্রহ করতে পেরেছেন।
মেলা থেকে কাপড় সংগ্রহকারী সাদির মিয়া জানান, আমাদের কিশোরগঞ্জের ফুলাফান এরহম মেলা করছে। খুব বালা হইছে। আমি আমার লাইগ্যা ও নাতির লাইগ্যা কাফর নিছি। আমি খুশি।
পঞ্চম শ্রেণির ছাত্র রনি জানায়, আমি আমার জন্য, আমার ছোট ভাইয়ের জন্য ফ্রি কাপড় পাইছি।
কিশোরগঞ্জ ভলান্টিয়ার্স এর প্রতিষ্ঠাতা মোজাহিদুল ইসলাম জানান, আমরা বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক কাজ করে আসছি। এ বছর আমরা একটু ব্যতিক্রম করে শীতবস্ত্র দেয়ার লক্ষ্যেই বিনা পয়সায় শীতবস্ত্র মেলার আয়োজন করি। আলহামদুলিল্লাহ আমরা ব্যাপক সাড়া পেয়েছি।
বিনা পয়সায় শীতবস্ত্র মেলায় কিশোরগঞ্জ ভলান্টিয়ার্স এর মোজাহিদুল ইসলাম, তরুণ সাংবাদিক মাহমুদুল হাসান, উমর নাসিফ, ফুয়াদ আল মাহদি, আবু সুফিয়ান রানা প্রমুখ উপস্থিতি ছিলেন।